মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন

দখল নেয়া কুরস্ক অঞ্চল আবার হারালো ইউক্রেন বাহিনী

প্রতিনিধির / ১৭ বার
আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

গত আগস্টে অতর্কিত হামলায় রাশিয়ার কুরস্ক অঞ্চল দখল নেয় ইউক্রেন বাহিনী। তবে ওই সময়ের পর থেকে কুরস্কে একের পর এক পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা।ফলে দখলকৃত অঞ্চলটির ৪০ ভাগের বেশি অংশ নিয়ন্ত্রণ হারিয়েছে ইউক্রেন।

ইউক্রেন কুরস্ক দখল নেয়ার পর থেকে রাশিয়া সেখানে প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন করেছে। ইউক্রেনের এক শীর্ষ সামরিক সদস্য জানিয়েছেন, এক পর্যায়ে আমাদের নিয়ন্ত্রণে সর্বোচ্চ এক হাজার ৩৭৬ বর্গ কিমি ভূখণ্ড ছিল।
তবে এখন দখলে থাকা ভূখণ্ড অনেকটাই কমেছে। শত্রুপক্ষ পাল্টা হামলার সংখ্যা ও মাত্রা বাড়াচ্ছে। এখন আমরা প্রায় ৮০০ বর্গ কিলোমিটার ভূখণ্ড নিয়ন্ত্রণ করছি।সামরিক সক্ষমতার দিক দিয়ে যতক্ষণ বিষয়টি যৌক্তিক থাকবে, ততক্ষন এই ভূখণ্ড দখলে থাকবে।
ইউক্রেনের কুরস্ক অভিযান ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ভূখণ্ডে কোনো বিদেশি শক্তির প্রথম ইস্থল অভিযান। যা মস্কোকে পুরোপুরি অপ্রস্তুতে ফেলে দেয়।ইউক্রেনের জেনারেল স্টাফের সূত্র থেকে জানা যায়, রাশিয়াকে সহায়তা করতে কুরস্ক অঞ্চলে ১১ হাজার উত্তর কোরীয় সৈন্য এসে পৌঁছেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories