ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ফিলিপাইনের বিস্তীর্ণ এলাকা। রোববার রাজধানীর ম্যানিলার কেন্দ্রস্থলে একটি আবাসিক এলাকায় আগুন লাগে। আগুনে প্রভাবে পুড়ে যায় ১২ টি বাড়ি ঘর। আগুনের তাণ্ডবে ধ্বংস হয়ে গেছে ম্যানিলার বন্দর অঞ্চলের প্রায় পুরো এলাকা।
নিরাপদ স্থানের সরানো হয়েছে ৬০০ পরিবারকে সেখানে কমপক্ষে ৩ হাজার মানুষ। তবে এখনো জানা যায়নি আগুন লাগার কারণ কি।ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে লেগেছে এ আগুন। পরিস্থিতি সামাল দিতে এখনও উদ্ধারকাজ চালাচ্ছে কর্তৃপক্ষ। ফায়ার অ্যান্ড ডিজাস্টার সার্ভিস ৩৬টি ট্রাক এবং চারটি ফায়ার বোট মোতায়েন করেছে। সেইসাথে আগুন নেভাতে কাজ করে যাচ্ছে দেশটির বিমানবাহিনীও। আগুন নেভাতে সাহায্য করার জন্য দুটি হেলিকপ্টার পাঠিয়েছে তারা।
উল্লেখ্য, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে গত আগস্টেও ম্যানিলায় অগ্নিকণ্ডের ঘটনা ঘটে। এতে মারা যায় এগারো জন।