শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন

বাংলাদেশ সফরে আসবেন ব্রিটিশ রাজা চার্লস

প্রতিনিধির / ২৭ বার
আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরে আসছেন। মূলত, ভারতীয় উপমহাদেশ সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসতে পারেন। শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এ তথ্য জানায়।

বলা হয় ,এর আগে ২০২২ সালে সেপ্টেম্বরে রানী এলিজাবেথের মৃত্যুর পর তার ভারত ,পাকিস্তান ,বাংলাদেশ সফরের পরিকল্পনা বাতিল করতে হয়।

ডেইলি মিরর রাজ পরিবারের মাদ্ধমে বলেছে , এমন একটি সফরের পরিকল্পনা করা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। রাজা ও রানির দক্ষিণ এশিয়া সফর কেবল ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিক ভাবে গুরুত্বপূর্ণ নয়। এটি বৈশ্বিক মঞ্চে আমাদের দেশের কৌশলগত অবস্থানকেও মজবুত করবে।
ব্রেক্সিট-পরবর্তী সময়ে ব্রিটেনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে চার্লস ও ক্যামিলার এই সফর বলে মনে করা হচ্ছে। রাজকীয় সফরের জন্য সম্ভাব্য আয়োজক দেশগুলোর সঙ্গে আলোচনা করতে দেশটির পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের অনুমতি দেয়া হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories