শিক্ষার্থীদের বিতর্কিত স্থানে দাঁড় করিয়ে অভ্যুত্থানকে ব্যর্থ প্রমানের চেষ্টা চলছে। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা নাহিদ বলেন ,এই বিপ্লবের সুফল যাতে দেশের প্রতিটি মানুষ যেন পায় সেটা নিশ্চিত করতে হবে। এই লক্ষে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। এ সময় শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল আচরণ করারও আহ্বান জানান তিনি।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কারে মধ্যে দিয়ে ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণেই সংস্কারের পর নির্বাচন আয়োজন করা হবে।