ব্রাজিলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন মারা গেছে। স্থানীয় সময় রবিবার আলাগোয়াজ রাজ্যের ইউনিযাস দাস পাল মারেস শহরের কাছে দুর্গম একটি পার্বত্য সড়কে দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, পার্বত্য সড়ক থেকে ওই বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ১৭ জন নিহত হন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান এক অন্তঃসত্ত্বা নারী।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন যে তার সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা, যত্ন এবং সমর্থনে প্রয়োজনীয় সমস্ত সহায়তা দেবে। এছাড়াও দুর্ঘটনায় জড়িতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বাসে থাকা আরও অনেকে আহত হয়েছেন বলে ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রাশ করা হয়েছে। হতাহতের ঘটনার পর তিনদিনের শোক ঘোষণা করেছে গভর্নর পাওলো দান্তাস।