শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন

আন্দোলন দমাতে আমরা কঠোর হতে চাই না

প্রতিনিধির / ২৩ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আগের সরকারের মতো শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন দমাতে আমরা কঠোর হতে চাই না। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানে চেষ্টা করব। আমরা চাই তারা যাতে দাবি-দাওয়া নিয়ে রাস্তায় সহিংস আন্দোলন না করে। তারা যাতে আলোচনা করে সমস্যার সমাধান করে। ছাত্র প্রতিনিধি শিক্ষক প্রতিনিধিদের সাথে বসার আহ্বান রইল। কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে এজন্য আমাদের শিক্ষকরা রয়েছেন।

তিনি বলেন, কারও রাস্তায় নামার প্রয়োজন নেই। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও দাবি জানাতে পারে, তাদের প্রতিনিধি গিয়ে আমাদের সঙ্গে সমস্যা নিয়ে আলাপ করতে পারে। বিভিন্ন কলেজের সমস্যা নিয়ে ছাত্র প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলাপ করতে পারে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। যারা আন্দোলন করছে তারা আমারই ভাই, কার ওপর কঠোর হব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories