শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন

গণমাধ্যম থেকে সহায়তা পাচ্ছে না অন্তর্বর্তী সরকার ও সাধারণ মানুষ

প্রতিনিধির / ৫০ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

গণমাধ্যমকে অতীতের ভূমিকা নিয়ে ভোল না পাল্টে ভুল স্বীকারের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেছেন, ভুল স্বীকার করা উচিত, তাৎক্ষণিক ভোল পাল্টানো সমাধান নয়, সত্য স্বীকারের মাধ্যমেই আসলেই রিকনসিলিয়েশন বা জাতীয় পুনর্মিলন সম্ভব। জনগণ যেভাবে প্রত্যাশা করে, সেভাবে গণমাধ্যমের সহায়তা পাচ্ছি না।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম জানান, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সবধরনের পরিবেশ নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার। তবে তা কতটা বিকশিত হবে সে দায়িত্ব সাংবাদিকদের।

তথ্য উপদেষ্টা বলেন, সংবাদমাধ্যমে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার সুযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কম। এক্ষেত্রে গণমাধ্যমগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। এখনও দেশের প্রতষ্ঠিত অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান ভুল সংবাদ ও গুজব প্রচার করছে বলে অভিযোগ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories