সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ। বলেছেন, কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয় বরং রাষ্ট্রদ্রোহের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুরের পীরগাছার পাওটানা কলেজ মাঠে মতবিনিময় সভা এবং শীতপত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে এখনও একটি মহল সক্রিয়। তারা বিনা সুদে ঋণ দেয়ার নামে গ্রামের সাধারণ মানুষদের টাকার বিনিময়ে ঢাকায় এনে আন্দোলন করার চেষ্টা করেছিলো। এরই মধ্যে এর আহ্বায়ককে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও দেশের সার্বভৌম রক্ষায় ২৪ এর আকাঙ্খাকে যারাই নষ্ট করার চেষ্টা করবে তাদের কেই অপরাধী হিসেবে শাস্তি দেয়া হবে।