শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

লোহিত সাগরে পর্যটকবাহী জাহাজডুবি

প্রতিনিধির / ৫৩ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

লোহিত সাগরে 44 জন যাত্রী নিয়ে একটি পর্যটকায়ী প্রমোদতরী ডুবে গেছে।এ ঘটনায় ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও ১৬ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে মিশর কর্তৃপক্ষ। যাদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে। খবর বিবিসির।
প্রমোদতরীটিতে যুক্তরাষ্ট্রের ২ জন,যুক্তরাজ্যের ৪জন,স্পেনের ৫জন ও জার্মানির ৪ জন ছিলেন। এছাড়া চীন ও পোল্যান্ডের নাগরিকও ছিলেন। এদের মধ্যে কারা নিখোঁজ রয়েছেন তা নিশ্চিত নয় এখনও। তবে ব্রিটেনের দু’জন, মিসরের ৪ জন ও ফিনল্যান্ডের একজন ও পোল্যান্ডের দুই নাগরিক নিখোঁজ রয়েছে বলে দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
৫ দিনের সফরে রোববার মিশরের মারসা আলম বন্দর থেকে যাত্রা শুরু করে ‘সি স্টোরি’ নামের বিলাসবহুল জাহাজটি। ১৩ ক্রু ও ৩১ পর্যটক নিয়ে রওয়ানা দিয়েছিল সেটি। নৌযানের সব ক্রু মিসরীয়। সোমবার (২৫ নভেম্র) স্থানীয় সময় ভোর ৫টার দিকে বিপদসংকেত পাঠায় জাহাজটি।

শনিবার দেশটির আবহাওয়া অফিস ভূমধ্যসাগর ও লোহিত সাগর সম্পর্কে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছিল। সেখানে দফতরটি জানিয়েছিল, লোহিত সাগরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার থাকতে পারে। এছাড়া সাগরে ঢেউ ১০ থেকে ১৩ ফুট উচ্চতারা থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories