শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

আইনজীবী সাইফুলের জানাজা সম্পন্ন

প্রতিনিধির / ১৭ বার
আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে হত্যার শিকার আইনজীবী সাইফুলের জানাজা সম্পন্ন। বুধবার সকালে আদালত প্রাঙ্গনে সাইফুলের মরদেহ আনা হয়। পরে আদালত প্রাঙ্গণেই ১ম জানাজা এবং জমিউত-উল-ফালাহে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১১ টায় জানাজায় অংশ নেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ ছাত্র আন্দোলনের হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

সাইফুল ইসলাম আলিফের জানাজায় সহকর্মী ও পরিবারের সদস্যদের আহাজারিতে সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্য। জানাজায় ইস্তানিও সরকার উপদেষ্টা হাসান আরিফ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। এ সময় হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বেবস্থা নেয়ার আশ্বাস দেন উপদেষ্টা।

এই হত্যার ঘটনায় আদালতের কার্যক্রম বন্ধ রেখেছে আইনজীবী সমিতির নেতারা। এ পরিস্থিতি বহাল থাকবে কি না তা বিকালে জানানো হবে বলে জানিয়েছে তারা।সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনার মধ্যেই হত্যা করা হয় আইনজীবী সাইফুলকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories