বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ অপরাহ্ন

কয়লা খনির মামলা থেকে মুক্তি পেলেন খালেদা জিয়া

প্রতিনিধির / ২৩ বার
আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি মামলা থেকে মুক্তি পেলেন বেগম খালেদা জিয়া সহ তিনজন। বাকি দুজন হলেন সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত মোঃ আবু তাহের বিচারক তাদের মামলায় দায় থেকে অব্যাহতি দেন। ২০০৮ সালের ২৬শে ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্য সহ ১৬ জনকে কয়লা দুর্নীতি মামলা করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, কয়লা উত্তোলনে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা সিএমসির সঙ্গে বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি করা হয়েছে।

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় আসামির মধ্যে একাত্তরে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি দেয়া হয়েছে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদকে। এছাড়া আসামি ব্যারিস্টার আমিনুল হক, সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, সাবেক জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামও মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories