ভারতে চলন্ত ট্রেন থেকে ২ বাংলাদেশি পর্যটকের ব্যাগ চুরির ঘটনা ঘটেছে। ব্যাগে পাসপোর্ট, টাকা, নিজেদের জিনিসপত্র ছিল বলে জানিয়েছে ভুক্তভোগীরা।
জানা যায়, গত শনিবার (২৩ নভেম্বর) কলকাতায় ঘুরতে আসেন দুই বাংলাদেশি পর্যটক। পরদিন রোববার সন্ধ্যায় কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে কাঞ্চনকন্যা ট্রেনে দার্জিলিং ও সিকিম ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন তারা। একপর্যায়ে ট্রেনে অচেনা দুজন ব্যক্তি তাদেরকে চা খেতে দেয়। চা খাওয়ার পরই তারা জ্ঞান হারিয়ে ফেলেন। এই সুযোগে তাদের ব্যাগ নিয়ে পালিয়ে যান ওই দুই ব্যক্তি। এরপর তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এরই মধ্যে এ ঘটনায় শিলিগুড়ি রেলওয়ে জংশন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তারা। তবে পুলিশ সহযোগিতা করছেন না বলে অভিযোগ করেন ইয়ানা নামের এক ভুক্তভোগী।
এদিকে, সবকিছু হারিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। বাংলাদেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বিষয়টি প্রশাসনের নজরে এলেও কোনো রকম সমাধান হয়নি বলে অভিযোগ তাদের।