হত্যা মামলায় হাজী সেলিমের ছেলে সহ চারজনকে পৃথক মেয়াদে রিমান্ড দিয়েছে আদালত। বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে বাকিরা হলেন -সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম,সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ। এরমধ্যে সাবেক এমপি সোলায়মান সেলিমের ৭ দিন, কামরুল ইসলাম ও আনিসুল হকের ৩ দিন ও আ স ম ফিরোজের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগেও বিভিন্ন মেয়াদে তাদের রিমান্ডে দিয়েছিলেন আদালত।
এর আগে সকালে যাত্রাবাড়ী থানার ইমরান হত্যা মামলায় আ স ম ফিরোজকে ১০ দিন, লালবাগ থানার খালিদ সাইফুল্লাহ হত্যা মামলায় সোলায়মান সেলিম ও কামরুল ইসলামের ১০ দিন, চকবাজার থানার রাকিব হত্যা মামলায় সোলায়মান সেলিমের ১০ দিন এবং যাত্রাবাড়ী থানার জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় আনিসুল হকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা।
এদিকে বুধবার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ছাড়াও দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সাদেক খান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। পরে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, আসামিরা জুলাই-আগস্ট জুড়ে গণহত্যা চালিয়েছে। কোনোভাবে তারা এর দায় এড়াতে পারে না।