এক শতাব্দী আগে তুষারপাতের রেকর্ড শুরু হওয়ার পর, এবারই প্রথম সবচেয়ে বেশি তুষারপাত দেখলো পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, স্থানীয় সময় বুধবার (২৭ নভেম্বর) সকাল ৭টা নাগাদ রাজধানী সিউলে ১৬ দশমিক ৫ সেন্টিমিটার (৬ দশমিক ৫ ডিগ্রি) তুষারপাত রেকর্ড করা হয়েছে। চলতি বছরের শীতের প্রথম তুষারপাতের ঘটনা এটি। খবর, সিএনএন’র।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ৪ দশকেরও বেশি সময় পর ভয়াবহ তুষারপাতের সাক্ষী হলো দেশবাসী। বুধবার, ভারী তুষারপাতে ৭ থেকে ৯ ইঞ্চির বেশি বরফ জমেছে রাজধানী সিউলসহ দেশটির পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। এলাকাগুলোর মহাসড়কে আটকা পড়েছে কয়েকশ যানবাহন।
বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারও বাড়িঘর। ভয়াবহ দুর্যোগে বাতিল করা হয়েছে দুই শতাধিক ফ্লাইট। বন্ সাধারণ যান চলালও। সড়কে জমে থাকা বরফ পরিষ্কার, উপড়ে পড়া গাছ সরানোর কাজে নেমেছেন জরুরি বিভাগের সদস্যরা। প্রয়োজন ছাড়া, ঘর থেকে না বেরুনোর পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।