দিনাজপুরের ঘোড়াঘাটে চালককে হত্যা করে অটো ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার আজ সকাল সাতটায় উপজেলা লোহার বন্দর এলাকায় স্কুল পাড়ার একটি আমবাগান থেকে চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালকের নাম ভারতচন্দ্র দাস বয়স ৫২। তিনি উপজেলার খালু পাড়া পিটানিগাছা গ্রামের মৃত কালিদাসের ছেলে।
পরিবার জানায় ভরতচন্দ্র সোমবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে আর বাসায় ফিরেনি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার খোঁজ না পায় পুলিশের শরণাপন্ন হন। মঙ্গলবার সকালে ইস্থানীও লোকজন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভরত চন্দ্রকে হত্যা করে দুর্বৃত্তরা তার অটো ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধারের সময় গলায় দাগের চিহ্ন দেখা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।