হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (০২ ডিসেম্বর) এ হামলা চালানো হয়। গত সপ্তাহে হিজবুল্লাহ ও ইসরায়ের মধ্যে যুদ্ধবিরতি হলেও উভয় পক্ষের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ ওঠে। খবর বিবিসি
দক্ষিণ লেবাননের দুটি গ্রামে ইসরায়েলি হামলায় ৯ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে হামালায় ১১ জন নিহত হয়েছেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা লেবানন জুড়ে হিজবুল্লার একাধিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এদিকে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছেন এমন অভিযোগ তুলে মর্টার হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সেবা ফার্ম এলাকায় এ হামলা চালানো হয়। যেখানে ইসরায়েলি সেনাবাহিনী অবস্থান করছে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, তারা প্রতিরক্ষামূলক সতকর্তা হিসেবে এ হামলা চালিয়েছে।
তবে হিজবুল্লাহর চালানো হামলায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর এ হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি এর জবাব দেয়ার কথা জানান।
যুদ্ধবিরতির প্রথম দিনেই নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন, হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে তার দেশ হামলা চালাতে দ্বিধা করবে না।