শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

নাম না থাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গিয়েও ফিরে এলেন কর্নেল অলি

প্রতিনিধির / ৪২ বার
আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য গিয়েছিলেন লিভারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ। কিন্তু বৈঠকে ঢোকা হয়নি তার। শেষ পর্যন্ত তিনি ফিরে এসেছেন।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আওয়ামী লীগ ও তাদের সমমনা দলগুলো ছাড়া বাকিদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা, এ তথ্য আগেই জানানো হয়েছিল। সেখানেই নিজের মতামত তুলে ধরতে গিয়েছিলেন কর্নেল অলি।

এলডিপির একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে উপদেষ্টা আদিলুর রহমান খান এলিডিপি সভাপতিকে আজকের বৈঠকে আমন্ত্রণ জানান। তাই দুপুরের পর ফরেন সার্ভিস একাডেমিতে গিয়েছিলেন তিনি। ঢোকার মুখে রাজনীতিবিদদের যে তালিকা দেয়া ছিল, তাতে নাম না থাকায় শেষ পর্যন্ত তিনি ঢুকতে পারেননি।

এলিডিপির ওই সূত্র আরও জানিয়েছে, পরক্ষণেই উপদেষ্টাদের তরফে আবারও যোগাযোগ করা হয়েছিল কর্নেল অলির সঙ্গে। তাকে আসতেও বলা হয়েছিল। কিন্তু তিনি আসতে অপারগতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ