দীর্ঘ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সাদা পোশাকে জয় পেল বাংলাদেশ। এই জয়ের ১-১এ সিরিজ ড্র করল সফরকারীরা। সেই সঙ্গে জয় দিয়েই ২০২৪ সালের টেস্ট অভিযান শেষ করল বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ।
তাইজুল ইসলামের ঘূর্ণিতে ক্যারিবিয়ানদের ১০১ রানে হারিয়েছে। মিরাজ বাহিনীর দেয়া ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।৫ উইকেটে ১৯৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুরুতেই আলজারি জোসেফের বলে ক্যাচ দিয়ে ফেরেন ১৪ রান করা তাইজুল। ততক্ষনে স্কোরবোর্ডে টাইগারদের সংগ্রহ ২০৭। পরের ওভারে শূন্য রানে মুমিনুল ফেরেন।
৮০ বলে টেস্টে নিজের তৃতীয় ফিফটি তুলে নেন আগের দিনের অপরাজিত ব্যাটার জাকের। দলীয় ২৪৬ রানে আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে ৯১ রান করে সাজঘরে ফেরেন জাকের। ইনিংস শেষ হয় ২৬৮ রানে।
ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে নাহিদ রানার ৫ উইকেট শিকারে ১৪৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের প্রথম সেশনেই অলআউট হয়েছে টাইগাররা।ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে তাইজুলের স্পিনে প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। মাত্র ৬ রান করেই সাজঘরে ফেরেন লুইস। এরপর কাসি কার্টিকে ১৪ রানে আউট করে জয়ের স্বপ্ন দেখান তাসকিন। তবে কেভাম হজ ও ক্রেইগ ব্রাফেটের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল উইন্ডিজের। ৪৩ রান করা ব্রাফেটকে আউট করার পর অর্ধশত করা হজকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরায় তাইজুল।