চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা মামলায় প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আলিফ হত্যা মামলায় ৩১ জনকে আসামি করে মামলা করেছে জামাল উদ্দিন।
মামলার আসামিরা হলেন- নগরের কোতোয়ালী থানার বান্ডেল রোড সেবক কলোনি এলাকার বাসিন্দা চন্দন, আমান দাস, শ্রী শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল, শিব কুমার, বিগলাল, পরাশ, শ্রী গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, দুর্লভ দাস ও রাজীব ভট্টাচার্য।
পুলিশ সূত্রে জানা যায়,আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পর প্রধান আসামি চন্দনকে ধরতে গত ২ দিন ধরে ফাঁদ পেতে ছিল ডিবি পুলিশ। অনুসন্ধানে তারা জানতে পারে চন্দনের শ্বশুর বাড়ি ভৈরব এলাকায়। তবে কোনোমতেই তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না। গতকাল বুধবার চন্দনের অবস্থান টের পায় ডিবি। এরপর পুলিশকে জানালে সন্ধ্যার পর ভৈরব রেলস্টেশনে সতর্ক অবস্থায় ছিল পুলিশ। পরে মধ্যরাতের দিকে রেলস্টেশন এলাকা থেকেই ওসি শাহিন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে।
গ্রেফতারের বিষয়টি চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশকে অবগত করা হয়েছে। চট্টগ্রাম থেকে দায়িত্বরত আইনশৃংখলা বাহিনীর সদস্যরা আসলেই তাকে তাদের হাতে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।