সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে প্লাস্টিকের তৈরি বিশালাকার প্লাস্টিক দানব। যেন বলছে, ধীরে ধীরে প্লাস্টিক গ্রাস করে নেবে পুরো পৃথিবী। ৫০ ফুট উচ্চতার দেশের সর্ববৃহৎ এই ‘রোবট দানব’ তৈরিতে লেগেছে ১০ টন প্লাস্টিক। মূলত প্লাস্টিক দূষণ রোধে মানুষকে সচেতন করতেই নেয়া হয়েছে ব্যতিক্রমী এ উদ্যোগ।
কক্সবাজার সৈকত থেকে সংগ্রহ করা প্লাস্টিক দিয়ে এই দানব নির্মাণ করেছে জেলা প্রশাসন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন। মানুষকে প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতন করতেই বানানো হয়েছে দৈত্যাকার এই ভাস্কর্য।
সমুদ্রে ঘুরতে আসা পর্যটকরা জানান, প্লাস্টিক বর্জ্যে কিভাবে পরিবেশ দূষিত হচ্ছে তা এ দানব তৈরির মাদ্ধমে তুলে ধরা হয়েছে। বিদ্দ্যন্ড ফাউন্ডেশন জানায়,গত নভেম্বর থেকে এ পর্যন্ত ১৫ টন প্লাষ্টিক সংগ্রহ করা হয়েছে।
৪ মাস ব্যাপী এ আয়োজনে ৫ লক্ষ কেজি প্লাষ্টিক রিসাইকেল করার কথা রয়েছে। এতে প্লাষ্টিক রিসাইকেল খরচ কমার পাশাপাশি জনসচেতনতা বাড়বে।
জেলা প্রশাসন বলছে, প্লাস্টিক দূষণরোধে ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান, এ কর্মসূচির মূল উদ্দেশ্যে জনসচেতনতা। চার মাস পর আমরা এটিকে যথাযথভাবে রিসাইকেলের জন্য ব্যবস্থা নেব। ব্যক্তি পর্যায়ে সচেতনতার তৈরি হলেই কেবল প্লাস্টিকের ভয়াবহতা রোধ করা সম্ভব।