অভিযান টের পেয়ে ২ জনকে গুলি করে পালিয়ে যান চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ। গুলি খাওয়া ২ জন চট্টগ্রাম মেড্ডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ধবার (৫ ডিসেম্বর) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাজ্জাদের স্ত্রী, দুই যুবকসহ তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানায় ,জোড়া খুন সহ ১০ মামলার আসামি সাজ্জাদকে ধরতে রাতে নগরীর অক্সিজেন এলাকাতে অভিযান চালায় পুলিশ। এ সময় টের পেয়ে গুলি চলাচলে সাজ্জাদ নিজেকে আত্মরক্ষার জন্য। তার গুলিতে আহত হয় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাবেদ ও সিটি ব্যাংকের একটি এটিএম বুথের নিরাপত্তাকর্মী কাজল কান্তি দে গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থলে পুলিশের সোয়াট টিম আসলেও সাজ্জাদকে পাওয়া যাই নি।
এব্যাপারে নগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) রইছ উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অক্সিজেন এলাকার একটি বাসায় তাকে ধরতে পুলিশ অভিযানে গেলে তিনি গুলি ছুড়ে পালিয়ে যান। তার ছোড়া গুলিতে দুজন গুলিবিদ্ধ হন।
আর এলাকায় সন্ত্রাসী সাজ্জাদ ধরা না পড়ায় সবার মনে ভীত কাজ করছে ,সবাই আতঙ্কে রয়েছে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। এর আগে গত ১৭ জুলাই চান্দগাঁও থানা পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করলেও পরের মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন।