অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর আজই পদত্যাগ করতে পারেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। তিন মাস আগেই তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো। মাত্র তিন মাসের মধ্যে তার বিরুদ্ধে অনাস্থা ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট সদস্যরা। খবর বিবিসি
ম্যাকো পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাউকে নির্বাচিত করা না পর্যন্ত বার্নিয়ে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে সম্ভবত সপ্তাহ খানে সময় লাগতে পারে।
গত ৬০ বছরের অধিক সময়ের মধ্যে গতকাল বুধবার ফ্রান্স সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে এ ধরনের অনাস্থ ভোট দেয়া হয়।
বার্নিয়ে সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে ৩৩১ জন ভোট প্রদান করেন। যদিও প্রয়োজন ছিল ২৮৮টি ভোট।বার্নিয়ে সরকার বাজেট ইস্যুতে ভোট ছাড়াই তার বিশেষ বিতর্কিত ক্ষমতা প্রয়োগ করার পর ডানপন্থী ও বামপন্থী জোট মারিন লে পেন ও নিউ পপুলার ফ্রান্ট তাদের সমালোচনায় একত্রিত হন।