শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিজের মনোনীত প্রার্থীর ওপরেই আস্থা রাখলেন ট্রাম্প

প্রতিনিধির / ৫১ বার
আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনয়ন দেয়া পিট হেগসেথের প্রতি আবারও নিজের সমর্থন জানালেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেগসেথের মনোনয়ন নিয়ে সমালোচনার মধ্যে শুক্রবার (০৬ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে হেগসেথকে বিজয়ী বলেও মন্তব্য করেন তিনি। খবর রয়টার্সের।পিট হেগসেথ সাবেক সেনা কর্মকর্তা ও ফক্স নিউজের উপস্থাপক। তার বয়স ৪৪ বছর। সম্প্রতি তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন এক নারী। এ ছাড়া তার বিরুদ্ধে আর্থিক অব্যবস্থাপনার অভিযোগও রয়েছে।

এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, অন্তত ছয়জন রিপাবলিকান সিনেটর হেগসেথকে পেন্টাগনের শীর্ষ পদে নিশ্চিত করার বিষয়ে আপত্তি জানিয়েছেন। এমন পরিস্থিতিতে তাকে সরিয়ে তার জায়গায় ট্রাম্প ফ্লোরিডার গভর্নর ও এক সময়ের প্রতিদ্বন্দ্বী রন ডেস্যান্টিসকে নিয়োগ দেয়ার কথা বিবেচনা করছেন বলে খবর দেয় ওয়াল স্ট্রিট জার্নাল।

তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, পিট হেগসেথ খুব ভালো করছেন। তার সমর্থন দৃঢ় ও গভীর। তিনি একজন চমৎকার, তেজদীপ্ত প্রতিরক্ষামন্ত্রী হবেন, যিনি অনন্য প্রতিভা ও দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেবেন। পিট একজন বিজয়ী। তাঁকে পাল্টানোর মতো কিছু ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ