শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

চিন্ময় গ্রেফতার ইস্যুতে সংঘর্ষের মামলায় ৮ আসামি রিমান্ডে

প্রতিনিধির / ৩৮ বার
আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম আদালতে পুলিশের ওপর হামলা ও ভাঙচুর মামলায় আট আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালতে রিমান্ড শুনানি হয়। পরে এই রিমান্ড দেন আদালত।

এর আগে, সকালে কড়া নিরাপত্তায় আট আসামিকে আদালতে আনা হয়। পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ নভেম্বর সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে প্রেরণকে কেন্দ্র করে আদালত এলাকায় পুলিশের সাথে তার অনুসারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ও নিহতের পরিবারের পক্ষ থেকে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ