বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

পানিতে ডুবিয়ে ছেলেকে হত্যা পুলিশের কাছে আত্মসমর্পণ বাবার

প্রতিনিধির / ৩৩ বার
আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় ক্ষোভে জুলফিয়ার জিহাদ নামে ছয় বছরের শিশু পুত্রকে পানিতে ফেলে হত্যা করেছেন জুবায়ের হাসান হিমেল নামে এক বাবা। আর হত্যার একদিন পর পুলিশের কাছে গিয়ে হাজির হয়েছেন ঘাতক পিতা।

থানায় গিয়ে তিনি নিজের ছেলেকে হত্যার কথা স্বীকার করেন। পরে তার দেখানো জায়গা থেকে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন। তিনি জানান, রাতে জুবায়ের হাসান হিমেল নামে এক ব্যক্তি রূপগঞ্জ থানা পুলিশের কাছে হাজির হয়। পরে নিজের শিশুপুত্রকে হত্যার ঘটনা বর্নণা করে।পরে পুলিশ তার দেখানো স্থান ঢাকা-বাইপাস সড়কের আমলাবো এলাকার একটি জলাশয় থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় তার ছেলে জিহাদের মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, ঘাতক হিমেল নরসিংদী সদর উপজেলার সাটির পাড়া ইউনিয়নের নগরকান্দি গ্রামের হানিফ মিয়ার ছেলে। পারিবারিক কলহের জেরে স্ত্রী তাকে ফেলে অন্যত্র চলে যায়। পরে ছেলে জিহাদকে নিয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় বসবাস শুরু করেন। ছেলের দেখবালে করতে গিয়ে তার কাজকর্মে জটিলতা তৈরি হওয়ায় গত সোমবার রাতে গভীর পানিতে ছেলেকে ফেলে রেখে আসেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ