ডারবান কিংসমিডে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকা তাদের শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে ১১ রানে জয়লাভ করেছে। ডেভিড মিলার এবং জর্জ লিন্ডার অলরাউন্ড নৈপুণ্যে স্বাগতিকরা তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল।
ম্যাচে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো না হলেও ডেভিড মিলারের ৪০ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস দলকে একটি চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে নিয়ে যায়। ৪ চার এবং ৮ ছক্কায় সাজানো তার ইনিংসটি বিপক্ষ বোলারদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো।
লোয়ার অর্ডারে জর্জ লিন্ডার ঝোড়ো ২৪ বলে ৪৮ রানের ইনিংসও ছিল সমান গুরুত্বপূর্ণ। ১৪১ রানে ৮ উইকেট হারানোর পর নবম উইকেটে কিউনা মাফাকার সঙ্গে ৪২ রানের পার্টনারশিপ করে দক্ষিণ আফ্রিকার রানকে ১৮৩-এ নিয়ে যান লিন্ডা।
জবাবে, পাকিস্তানের শুরুটা ছিল হতাশাজনক। বাবর আজম শূন্য রানে ফিরে যান। সাইম আইয়ুবের আগ্রাসী ৩১ বলে ৪২ রানের ইনিংস দলের জন্য গুরুত্বপূর্ণ হলেও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ধীর ব্যাটিং (৬২ বলে ৭৪) চাপ বাড়ায়।