প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েন চলছে বেশ কিছুদিন ধরে। ২ দেশের বিনোদন অঙ্গনেও সে প্রভাব পড়েছে। ২ দেশের তারকা এ নিয়ে কথা বলেন। এবার ভারত বাংলাদেশ বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব টলিউডে পড়বে কী না সে বিষয়ে জানালেন টলিউড অভিনেতা ও তৃণমূল কংগ্রেস বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তার ভাষায়, ওরা দু একজন নায়িকা ছাড়া কাউকে নেয়না, কিছু কাজ কমবে। কিন্তু ক্ষতি বেশি হবে বাংলাদেশের।
বুধবার বিধানসভা অধিবেশন শেষে চিরঞ্জিত বলেন , আমার প্রচুর ফ্যানরা বাংলাদেশে আছে। আমি জানি না তারা কিছু করতে পারবে কিনা কারণ ইস্যুটা সোসিও পলিটিক্যাল ইস্যু। তবে আমার মনে হয় স্থিতাবস্থায় ফিরে আসা ভালো। আমি বলব সবার শুভ বুদ্ধির উদয় হোক। শান্তিপূর্ণ একটা জায়গাতে পোছাক বাংলাদেশ। যেমন আমাদের সঙ্গে সৌহার্দ্যের সম্পর্ক ছিল সেটা যেন ফিরে আসে। ফ্যানদের উদ্দেশ্যে তার বার্তা যদি আমায় ভালোবাসো যদি আমার সিনেমা দেখো তাহলে বলবো হিংসা বর্জন করতে হবে।
এদিন বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে দুই দেশের সিনেমা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে উঠে আসে চিরঞ্জিতের ‘বেদের মেয়ে জোসনা ’ সিনেমার প্রসঙ্গ। এসময় তিনি বলেন, সিনেমাটি আগে বাংলাদেশে তৈরি হয়েছিল পরবর্তীকালে সেই সিনেমার গল্প অনুকরণে টালিগঞ্জে সিনেমা তৈরি হয়। এই ধরনের সিনেমা আগে এদিকে হয়নি পরেও হয়নি কিন্তু ওরা একটা ট্রেন্ড দিয়েছিল। একসঙ্গে বেশকিছু যৌথ প্রযোজনা সিনেমা তৈরি হয়েছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ সেসব সিনেমায় অভিনয় করেছেন।
দুই দেশের চলমান অবস্থা প্রসঙ্গে চিরঞ্জিত বলেন, বর্তমান অবস্থায় অতীতের সে ধারা সেটা নষ্ট হবেই। তবে সাধারণভাবে খুব একটা সমস্যা হবে না কারণ বাংলাদেশ আমাদের থেকে দু একজন নায়িকা নেয়া ছাড়া কাউকে নেয় না। নায়ক তো কখনোই নেবে না ওরা।এনরিচ করে নায়িকা নিয়ে। সবমিলিয়ে কিছু কাজ কমবে তবে ক্ষতি বেশি হবে বাংলাদেশের।