গাজীপুরে ট্রাক ও কাভার্ডভ্যানের চাপায় পড়ে অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন-ছালেহা আক্তার টুকটুকি (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩) ও মো. দুলাল (৪২)।বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।
বাসন থানার ডিউটি অফিসার এস আই কামরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় একটি ট্রাক। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পিছনে থাকা অটোরিকশাটিকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে এটি কাভার্ডভ্যান ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি।
এতে ঘটনাস্থলে একজন নিহত হন। এছাড়া গুরুতর আহত তিনজনকে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।