শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে দুর্ঘটনার শিকার হয়েছে

প্রতিনিধির / ৩২ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে ১৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের সবাই রাজবাড়ি, বগুড়া ও কুমিল্লার বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার রাতে ঢাকা থেকে একটি গোমতি গোল্ডেন এক্সপ্রেস বাসে ৪০ জন পর্যটক সাজেকের উদ্দেশ্যে রওনা হয়। ভোর ৬ টার দিকে জেলা শহরে পৌঁছার কয়েক কিলোমিটার আগে আলুটিলা পুনর্বাসন এলাকায় পৌঁছালে বাসটি পাহাড়ি পথ নামতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে উল্টে যায়।

খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মীর মোশারফ হোসেন বলেন, ভোরে ২০ জনের মতো সড়ক দুর্ঘটনার রোগী হাসপাতালে আসেন, তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ২/১জন ছাড়া কেউ বড় ধরনের আহত হননি। আশাকরি এখানে তাদের চিকিৎসা দেয়া যাবে এবং দ্রুত নিজ নিজ বাড়িতে চলে যেতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ