ঢাকা মেট্রোপলিটন এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে ৯৭৯ মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। শনিবার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, শুক্রবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯৭৯টি মামলা করা ছাড়াও ৩৪টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। এছাড়া ১১টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকার ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।