নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন একজন মুক্তিযোদ্ধাকে অপমান করার ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। বিষয়টি দুঃখজনক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাত্র একটি বিবৃতি দিয়ে কাজ সেরেছে। মঙ্গলবার সকালে রাজধানীর পুরানা পল্টনের গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
মান্না বলেন দেশে খুন ও নৈরাজ্য চলছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে একাধিক সরকার দেশ চালাচ্ছে। অন্তর্বর্তী সরকার গত চার মাসেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সু-সম্পর্ক গড়তে পারেনি। এ সময় জাতীয় ঐক্যমত একা একা হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে মান্না বলেন, নির্বাচনের গাইডলাইনের বিষয়ে কোনো পদক্ষেপ দেখছি না। কথা না শুনলে দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে দুয়োধ্বনি দেবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বিপ্লবী ওয়ার্র্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সঙ্কটজনক অবস্থায় রয়েছে।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে নির্বাচন নিয়ে তিনি বলেন, অল্প কিছুদিনের মধ্যে নির্বাচনের বিষয়ে বার্তা দেবেন। যাতে ২০২৫ সালের মধ্যে অংশগ্রহনমূলক নির্বাচন হয়। অনির্বাচিত সরকার সবসময় ঝুঁকিপূর্ণ। এ সময় দাবি পূরণ না হলে রাজপথে নামার হুঁশিয়ারীও দেন তিনি।