প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন সবার জন্য সাইবার স্পেসকে সুরক্ষিত করার চেষ্টা করছে সরকার। এর মধ্যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রেষ সচিব বলেন কাউন্সিলর অ্যাডভাইজারদের মিটিংয়ে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের বিষয়ে কমিটির সুপারিশ নিয়ে আলোচনা চলছে। ১১৯ জন কে সচিব, ৪১ জনকে গ্রেড একসহ সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য এককালীন ৪২ কোটি টাকা ও পেনশনকালীন প্রতিবছর ৪ কোটি টাকা খরচ হতে পারে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে নিয়ে কাজ শুরু হয়েছে। এ বিষয়ে সরকারের অগ্রাধিকার রয়েছে। তিনি চোরতন্ত্র কায়েম করেছিলেন। এক্ষেত্রে শেখ হাসিনার সাথে আরও কারা ছিল তা জানানো সরকারের দায়িত্ব।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে প্রেস সচিব বলেন, এগুলো নিয়ে অনেক প্রতিবেদন হয়েছে। তাতে বলা হচ্ছে দেশে খুন, ছিনতাই ও রাহাজানি বেড়েছে। এক্ষেত্রে অনেক সাংবাদিক ভুল বোঝাবুঝির শিকার হচ্ছেন। দেশে প্রতিমাসে ২৫০ থেকে তিনশর মতো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে ২৮৩টি হত্যা মামলা আসে। এ সময় পরিসংখ্যান দেখার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার আহ্বানও জানান তিনি।
দক্ষিণ কোরিয়ার সাথে বাণিজ্য বাড়ানোর চেষ্টা হচ্ছে জানিয়ে তিনি বলেন, খুব দ্রুত দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের নতুন বাজার উন্মুক্ত হওয়ার ব্যাপারে সরকার আশাবাদী। দক্ষিণ কোরিয়ার লোনের সুদহার খুব কম বলেও জানান তিনি