বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:০১ অপরাহ্ন

চাঁদপুরের সাত খুন মামলায় একজন সন্দেহভাজন গ্রেফতার

প্রতিনিধির / ১৮ বার
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে ৭ জন খুনের ঘটনায় সন্দেহভাজন আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, আকাশ মণ্ডলকে বাগেরহাটের চিতলমারী থেকে আটক করা হয়।

হত্যার ঘটনায় মামলা করেছে জাহাজের মালিকপক্ষ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে, লাইটার জাহাজ মালিকদের পক্ষে মো. মাহবুব মোর্শেদ বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি দায়ের করেন। মামলায়, খুন ও ডাকাতির অভিযোগ এনে ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

চাঁদপুর সদরের হরিণাঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জকে মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনা তদন্তে শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন, কোস্ট গার্ড, জেলা ও নৌপুলিশের সমন্বয়ে আলাদা ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে, গত সোমবার চাঁদপুরের মাঝেরচর এলাকায় মেঘনা নদীতে সারবাহী জাহাজ থেকে পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নিলে তারাও মারা যান। আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়।

নিহতরা হলেন- জাহাজের মাস্টার ফরিদপুর জোয়াইর উপজেলার মো. গোলাম কিবরিয়া (৬৫), তার ভাগিনা জাহাজের লস্কর শেখ সবুজ (৩৫), জাহাজের সুকানী নড়াইল লোহাগড়ের আমিনুল মুন্সী (৪০),জাহাজের লস্কর মাগুরার মোহাম্মদপুর এলাকার মো. মাজেদুল ইসলাম (১৭), একই এলাকার লস্কর সজিবুল ইসলাম (২৬), নড়াইল লোহাগড় এলাকার জাহাজের ইঞ্জিন চালক মো. সালাউদ্দিন মোল্লা (৪০) ও মুন্সিগঞ্জ শ্রীনগর থানার জাহাজের বাবুর্চি রানা (২০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ