শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন

শেরপুরে বাস ও অটোরিকশা সংঘর্ষে পাঁচজন নিহত

প্রতিনিধির / ২৪ বার
আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

শেরপুর সদর উপজেলায় বাস সিএনজি চালিত অটো রিক্সা সংঘর্ষের ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুজন। রোববার বেলা সাড়ে এগারোটায় শেরপুর ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এই এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, রিফাত পরিবহন নামের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই পাঁচজন মারা যায়। এছাড়া দুইজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়. ঘটনাস্থলে পৌঁছেছে সদর থানা পুলিশ সদস্যরা।

দুর্ঘটনায় সিএনজির চালকসহ সকলেই মারা গেছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ।

ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ইতোমধ্যে মরদেহগুলো সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও সড়ানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ