শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন

শেষ উইকেটে লায়ন ও বোল্যান্ডের জুটিতে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

প্রতিনিধির / ৪১ বার
আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

টেস্ট ক্রিকেটে ক্ষণে ক্ষনে রং বদলায় এ কথাটি বেশ প্রচলিত। মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ টেস্ট যেন সেটারই একটা প্রতিচ্ছবি। কখনো অস্ট্রেলিয়া এগিয়ে যায় তো আবার কখনো ভারত। এমন দৃশ্যের শেষ হয়েছে বক্সিং ডে টেস্টের চতুর্থ দিন। নিশ্চিতভাবে এগিয়ে অজিরা। যার কৃতিত্ব যাবে দশম উইকেট লায়ন ও বোল্যান্ডের জুটিতে।

ম্যাচের রং বদলানোর দৃশ্য বলা যায়, ভারতের প্রথম ইনিংসের ব্যাট করার সময় থেকে ‍দৃশ্যমান হয়েছে। আরও স্পষ্ট করে বললে সফরকারীদের সাত উইকেট পড়ার পর। ২২১ রানে ৭ উইকেট হারানো ভারত মনে হয়েছিল ফলোঅন এড়াতে পারবে না। এরপর ওয়াশিংটন ‍সুন্দর আর নিতীশ রেড্ডির ব্যাটে দারুণ কামব্যাক। সুন্দরের অর্ধশতক আর রেড্ডির প্রথম সেঞ্চুরিতে ১০৫ রানে পিছিয়ে থেকে শেষ হয় ভারতের ইনিংস।

এবার দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামা অস্ট্রেলিয়াকে চেপে ধরে ভারতের বোলাররা। বিশেষ করে বুমরাহ ও সিরাজ। তাদের বোলিং তোপে ৯১ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। লিড ছিল ১৯৬। বুমরাহ-সিরাজরা বোলিংয়ে যে আগুন ঝরিয়েছিলেন মনে হচ্ছিল অল্প রানে লক্ষ্য পাবেন রোহিত শর্মারা।

তবে ক্যাচ মিসের মহড়ায় অজিদের সেই ক্ষত কিছুটা হলেও সারিয়ে দেন মারনাস লাবুশানে ও কামিন্স। এই ‍জুটি ভেঙে ১৭৩ রানেই ৯ উইকেট তুলে নিয়ে আবার ম্যাচে ফেরার বার্তা দেয় ভারত। তখন অজিদের লিড ২৭৮! এরপর যেন পাল্টে যায় ইনিংসের প্রেক্ষাপট। দশম উইকেট জুটিতে নাথান লায়ন ও স্কট বোল্যান্ড নাচিয়ে ছেড়েছেন ভারতের বোলিং আক্রমণকে। অবিচ্ছিন্ন ৫৫ রানের ‍জুটিতে দিন শেষ করেছে লায়ন-বোল্যান্ড। ২২৮/৯ রানে দিন শেষ করা অজিদের লিড দাঁড়িয়েছে ৩৩৩।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ