অবশেষে নিজ এলাকায় শায়িত হলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী। শনিবার দিবাগত মধ্যরাতে তার দেহাবসেশ পুলিশ ও স্বজনদের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।এ সময় উপস্থিত ছিলেন মামলা তদরতি কর্মকর্তা এস আই মোহাম্মদ ওয়াজেদ আলী, হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীসহ তার স্বজনরা।
হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী বলেন, ১৫ বছর ধরে তার পিতাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। অবশেষে তিনি ন্যায় বিচার পেয়েছেন। যথাযোগ্য মর্যাদায় প্রিয় কানাইঘাটে হারিছ চৌধুরীকে দাফন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। তিনি বলেন, তাদের আত্মত্যাগের কারণেই তার যুদ্ধটা সহজ হয়েছে। রাষ্ট্র তার মর্যাদাটুকু নিশ্চিত করেছে।
২০২১ সালের ৩ সেপ্টেম্বর মারা যান হারিছ চৌধুরী। পরে তাকে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়্যীন মাদরাসার কবরস্থানে মাহমুদুর রহমান পরিচয়ে দাফন করা হয়।