বছরের শেষ দিকে পর্যটক সমাগমে মুখরিত রাঙ্গামাটি। দর্শনীয় সব পর্যটন স্পট ঘুরে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন দূর-দূরান্ত থেকে আসা পর্যটকেরা। এদিকে ভরা মৌসুম, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা না থাকায় এবারের সমাগমটা অনেকটাই বেশি। একদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তার ওপর আবারও শীত মৌসুম। বছরের শেষ দিকে এ সময় রাঙ্গামাটিতে পর্যটকের আগমন অনেকটা বেশি বেড়ে যায়।
পাহাড় নদী হ্রদ ঘেরা রাঙামাটির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন সবাই। কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, কাপ্তাই জাতীয় উদ্যান, রাজবাড়ি, বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র, রাজবন বিহার, উপজাতীয় সাংস্কৃতিক ইনষ্টিটিউটসহ দর্শনীয় স্থান মুখরিত। এক নারী পর্যটক বলেন, ছেলে-মেয়েদের স্কুল বন্ধের ছুটিতে ঘুরতে এসেছি। ঘুরতে এসে ভালোই লাগছে।
পাহাড়ে পর্যটন কেন্দ্রিক ব্যবসাও আলোর মুখ দেখছে। ভরা মৌসুমে পর্যটকের আনাগোনা বাড়ায় খুশি এ খাত সংশ্লিষ্টরা।
পর্যটন নৌযান ঘাটের লাইনম্যান ফখরুল ইসলাম বলেন, এভাবে যদি পর্যটক সমাগম বাড়তে থাকে তাহলে আমাদের ব্যবসা বাড়তে থাকবে। পূর্বে পর্যটন ব্যবসায় যে ক্ষতি হয়েছিল, আমাদের বোট মালিকেরা সেটা পুষিয়ে নিতে পারবে বলে আশাবাদী।