বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

নতুন করে আঁকা হল শেখ হাসিনার গ্রাফিতি

প্রতিনিধির / ২৮ বার
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে আঁকা হয়েছে আবারো ক্ষমতাচুত্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাফীতি। রোববার মধ্যরাতে এই গ্রাফিটি আঁকা হয়। সেখানে আজ সোমবার জুতা ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি পালনে ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা।

এর আগে শেখ হাসিনার গ্রাফিটি সম্বলিত ঘৃণাস্তম্ভ মুছে ফেলার প্রতিবাদে বিক্ষেপ করে ঢাবি শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চায় তারা। বিশ্ববিদ্যালয়ের প্রোক্টোরিয়াল বডি দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় এই ইস্যুতে।

বিশ্ববিদ্যালয় প্রক্টরের অনুমতিতে গভীর রাতে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার ঘটনাকে প্রক্টরিয়াল টিমের ‘অনিচ্ছাকৃত ভুল’ হিসেবে উল্লেখ করে রোববার দুপুরে দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগের দিন শনিবার দিবাগত রাতে ঘৃণাস্তম্ভ মুছে ফেলার কাজ শুরু হয়। ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীদের বাধার মুখে মাঝপথে মোছার কাজ বন্ধ হয়ে যায়।

রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মধ্যরাতে আবারও আঁকা শুরু হয় শেখ হাসিনার গ্রাফিতি। রাতভর চেষ্টা করে ঘৃণাস্তম্ভকে পুরনো অবয়বে আনার চেষ্টা করেন চারুশিল্পীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ