ইসলামী আলোচক ও গবেষক ডঃ মিজানুর রহমান আজহারী আগামী ২৫শে জানুয়ারি পটুয়াখালী আসছেন। জেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এক মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এলাকার কৃতি সন্তান ডঃ শফিকুল ইসলাম মাসুদের আন্তরিক প্রচেষ্টায় ডঃ মিজানুর রহমান আজহারী পটুয়াখালীতে শুভ আগমন করবেন বলে মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
এ সময় তিনি আরো বলেন শায়েখ মিজানুর রহমান আজহারী এবার দেশে মাত্র আটটি প্রোগ্রাম করার কথা বলেছেন। সবাই অনেক আনন্দিত কারণ তিনি আজ প্রোগ্রামের মধ্যে পঞ্চম প্রোগ্রামটি পটুয়াখালীতে রেখেছেন। ইতোমধ্যে শায়েখের পিএস প্রফেসর মোশাররফ হোসেন স্যার পটুয়াখালীতে এসে জায়গা প্রদর্শন করেছেন।