উদ্ধার করা হয়েছে কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার বন বিভাগের ১৮ শ্রমিককে। এ সময় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে উপজেলার হিলা ইউনিয়নের লেদার পশ্চিম এর গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।
গতকাল গহীন পাহাড়ে ড্রোন দিয়ে খোঁজা হয় অপহৃতদের। একপর্যায়ে ড্রোনের শব্দ শুনে তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা। সেসময় আটক করা হয় দুজনকে সন্দেহভাজন হিসেবে। মূলহোতাকে শনাক্তের দাবি এলিট বাহিনীর।
এর আগের দিন সোমবার বিকেলে হীলা ইউনিয়নের জাদিমুরা পাহাড়ে বন বিভাগের জমিতে গাছের চারা রোপণ করতে গিয়ে বন কর্মীসহ ১৮ জন অপহরণের শিকার হন। রাতে তাদের প্রত্যেকের পরিবারের কাছ থেকে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ গিয়াস উদ্দিন জানান, উদ্ধার হওয়াদের পাহাড় থেকে বের করা হচ্ছে। তাদের থানায় আনা হলে জিজ্ঞাসাবাদ করে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। তবে সোমবার গভীর রাতে এবং মঙ্গলবার ভোরে অপহৃত অপর নয়জনকে এখনো উদ্ধার করা যায়নি।