নারায়ণগঞ্জে রূপগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারীসহ তিন জন নিহত হয়েছে। এ সময় আরো আহত হয় পাঁচ জন। বুধবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো জেলেপাড়া এলাকায় রূপসী কাঞ্চন সড়কে এই পৃথক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান বুধবার সকাল দশটার দিকে হাটাবো জেলেপাড়া এলাকায় রূপসী কাঞ্চন সড়কের পাশে ফুটপাত থেকে জেলেদের কাছ থেকে রামদাস ও এবাদতুল্লাহ মাছ কিনছিলেন।
এ সময় দ্রুত গতিতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠিয়ে রাম দাস ও ইবাদুল্লাহকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ সময় আবু তাহের, রাধামন ও স্বর্বসর নামে আরও তিনজন পথচারী আহত হন।
অপরদিকে, বুধবার ভোরে রাজধানীর নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে হৃদয়, মুন্না ও শান্ত নামে তিন যুবক খেজুরের রস খেতে রূপগঞ্জে যান। সকাল ৭টার দিকে খেজুরের রস খেয়ে রূপগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে হাটাবো জেলেপাড়া এলাকায় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি ইট বহনকারী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই হৃদয় নিহত হন। আহত হয় সময় মুন্না ও শান্ত।