শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

ভারতের উত্তর প্রদেশে বানরের বাড়ির কাজ করা নিয়ে প্রশংসনীয়

প্রতিনিধির / ৩৮ বার
আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

রায়বরেলি, উত্তর প্রদেশ; ভারত। এই শহরে একটি পরিবারের বাস করে রানি নামের এক বানর। তবে, এটি কোনও সাধারণ বানর নয়। স্থানীয়রা তাকে স্নেহে ‘কর্মক্ষম বানর’ বলে ডাকে। কারণ মানুষের সাথে সম্পর্কিত দৈনন্দিন কাজগুলো খুব দক্ষতার সাথে সম্পন্ন করতে সক্ষম রানি। মঙ্গলবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে দ্য ডেইলি গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ‘রানি’-কে বানর বলে ডাকলে মাইন্ড করে খুব। ৮ বছর আগে এই নামটি তাকে দেয়া হয়। কেউ তাকে বানর হিসাবে উল্লেখ করলে বিরক্ত হয়। স্বতন্ত্র পরিচয় দিয়ে পরিচিত হতে পছন্দ করে এই ‘রানি’ নামের বানর।

ভাদোখর থানা এলাকার সদোয়া গ্রামের কৃষক বিশ্বনাথের পরিবারের একজন প্রিয় সদস্য রানি। পরিবারের সাথে ঘুম থেকে ওঠা, বসা, খাওয়া, পান করা এবং ঘুমানো: ঠিক যে কোন মানুষের মতো, রানি বিশ্বনাথের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।

আট বছর আগে, একদল বানর সদোয়া গ্রামের মধ্য দিয়ে যায় এবং রানিকে তার দল থেকে আলাদা করে দেয়া হয়। একা ও দুর্বল অবস্থায় পড়ে থাকতে দেখে বিশ্বনাথের স্ত্রী বানরটিকে আপন করে নেন এবং শীঘ্রই একটি অসাধারণ বন্ধনে পরিণত হয়।

মূলত বন্য প্রাণী হিসেবে পরিচিত রানি। সময়ের সাথে সাথে মানুষের অভ্যাসের সাথে খাপ খাইয়ে নেয় এই বানর। মানুষের সাথে থাকতে থাকতে গৃহস্থালির কাজও শিখে ফেলে রানি। অদ্ভুত হলেও সত্য, রানি এখন রুটি বানাতে পারে। সেই সাথে থালাবাসন ধোয়ার কাজে বিশ্বনাথের স্ত্রীকে সাহায্য করে। কাজ শেষে পরিবারের সাথে মোবাইল ফোনে ভিডিও দেখে এই রানি।

বিশ্বনাথের ছেলে আকাশ নিয়মিতভাবে রানির অনন্য এসব ক্ষমতার ছবি তোলে এবং তার ইউটিউব চ্যানেল ‘রানি বান্দারিয়া’ তে শেয়ার করে। চ্যানেলটি ইতোমধ্যে লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। বিশ্বব্যাপী মানুষ রানির অসাধারণ প্রতিভা দেখে অবাক হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ