শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ট্রাক চাপায় ১০ জন নিহত আর ৩০ জনের বেশি আহত

প্রতিনিধির / ৩১ বার
আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের বার্বন স্ট্রিটে ট্রাকচাপায় ১০ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। একটি ট্রাক বেপরোয়া গতিতে ভিড়ের ওপর উঠে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নতুন বছরের উদযাপনের কয়েক ঘণ্টা আগে সন্ধ্যায় ভয়াবহ এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় আতঙ্ক ও বিশৃঙ্খলার কথা ওঠে এসেছে।

২২ বছর বয়সী কেভিন গার্সিয়া সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, ‘আমি দেখলাম, একটি ট্রাক বার্বন স্ট্রিটের বাঁ দিকের ফুটপাতে থাকা মানুষের ভিড়ে উঠে যায়। একটি মৃতদেহ আমার দিকে ছিটকে আসে।’ তিনি আরও জানান, গাড়িচাপার পাশাপাশি তিনি গুলির শব্দও শুনেছেন।

আরেক প্রত্যক্ষদর্শী লুইজিয়ানার শ্রিভপোর্টের বাসিন্দা ২২ বছর বয়সী হুইট ডেভিস সিএনএনকে জানিয়েছেন, এই ঘটনা ঘটার সময় তিনি একটি নাইটক্লাব থেকে বের হচ্ছিলেন। সবাই চিৎকার শুরু করল, পেছনের দিকে ছুটতে লাগল, এরপর আমাদের লকডাউন করে রাখা হয় কিছুক্ষণের জন্য। পরে পরিস্থিতি শান্ত হলে তারা আমাদের বের হতে দেয়। তবে পুলিশ দ্রুত এলাকা ছাড়তে বলে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ