শিরোনাম:
ইরানের সুপ্রিম কোর্টে দুই বিচারপতিকে গুলি করে হত্যা ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে ৫০ জন আহত রিমান্ড শেষে কারাগারে ছাগল কাণ্ডে আলোচিত মতিউর প্রথম ইনিংসে পাকিস্তানের স্পিন তাণ্ডবে ১৩৭ রানের গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ ওষুধের উপর থেকে ভ্যাট কমাতে সুপারিশ করা হয়েছে এমনটাই বলেছেন স্বাস্থ্য উপদেষ্টা মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতির ঘটনায় সাতজন গ্রেফতার হবিগঞ্জে সাড়ে সাত কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি বান্দরবানে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত ২০ বছরে চুক্তির মাধ্যমে সামরিক নিরাপত্তা আরো জোরদার করছে ইরান ও রাশিয়া উপদেষ্টাদের সংস্কারের অধিকার কে দিয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

খসরের তালিকা প্রকাশ মোট ভোটার ১২কোটি ৩৬ লাখ

প্রতিনিধির / ৩১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এ তালিকা প্রকাশ করে। প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। এবার ভোটার বেড়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। শতকরা হিসেবে যা প্রায় এক দশমিক পাঁচ ভাগ।

খসড়া এই তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৩৩লাখ ৩০ হাজার ১০৩ জন আর নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন। এছাড়া প্রবাসী ভোটার নিবন্ধন করা আছে ১৩ হাজার ১৫১ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার আছে ৯৯৪ জন। নির্বাচন কমিশন জানিয়েছে,২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে ১৭ই জানুয়ারি পর্যন্ত থাকবে ভোটার সংক্রান্ত দাবি ও আপত্তি জানানো শেষ দিন।

প্রবাসী ভোটারদের ৭টি দেশে নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। ১১টি মিশনে চালু হয়ে এখন পর্যন্ত ১৩ হাজার ১৫১ প্রবাসীর নিবন্ধন সম্পন্ন হয়েছে। এছাড়া, হালনাগাদ কার্যক্রমে প্রবাসীদের অনলাইনে আবেদন করার পরামর্শও দিয়েছে ইসি।

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, বিগত ভোটার তালিকাগুলোর বিতর্ক নিরসন করতে পুরো ভোটার তালিকাই যাচাই করা হবে। প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ