শিরোনাম:
ইজরাইলে ইরানের হামলায় ১৪ জনের প্রাণহানি ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে সাতজনের মৃত্যু ইরান ও ইসরাইলের যুদ্ধ বন্ধের আহবান জানিয়েছে ট্রাম্প গাইবান্ধায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা রাজধানীতে বাবার অস্ত্রের আঘাতে ছেলের মৃত্যু নেত্রকোনায় পিকাপ ভর্তি ভারতীয় জুস সহ দুইজনকে আটক করেছে পুলিশ গোপালগঞ্জের সুদের টাকা চাওয়া নিয়ে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে ১৫ জন আহত ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে তিনজনের মৃত্যু পটুয়াখালীতে বড় ভাইয়ের বিরুদ্ধে গরু মেরে ফেলার অভিযোগ এনেছে ছোট ভাই
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

শৈত্যপ্রবাহে বেড়েছে শীতের তীব্রতা

প্রতিনিধির / ৬৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

পৌষের দিন গুজরাচ্ছে। উত্তরের বিভিন্ন জেলায় শীত যেন জেকে বসেছে। রাজধানী ঢাকাতে গত কয়েকদিনের সেরকম শীতের আচ টের পাওয়া যায়নি। তবে নতুন বছর থেকে যেন শীতের অনুভূতি বেড়েছে রাজধানীতে। গত কয়েক দিনের তুলনায় ঢাকা বাসি শীত অনুভব করছেন বেশি। তাপমাত্রা বলছে সে কথা। আজ বৃহস্পতিবার ভোর থেকে কুয়াশায় আবৃত ঢাকা। এর সঙ্গে ঠান্ডা বাতাস তীব্রতা বাড়িয়ে দিচ্ছে দ্বিগুণ।

আবহাওয়া অধিদফতরের পর্যালোচনায় দেখা গেছে, নতুন বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) রাজধানীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে এসেছে ৫ ডিগ্রিতে। যা কয়েকদিন আগেও ১০ ডিগ্রির বেশি ছিল।

বুধবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য বিভাগের তাপমাত্রার ক্ষেত্রেও চিত্র ছিল প্রায় একই।

এদিকে, জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে বাড়বে শীত এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

জানুয়ারি মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র এবং দেশের অন্যান্য এলাকায় দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে এ সময়ে শীতের অনুভূতি বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ