শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেলেন ৬৪ ভারতীয় জেলে

প্রতিনিধির / ৪৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অপরাধে আটক ৬৪ ভারতীয় জেলে বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে আটক জেলেদের কোস্টগার্ড এর কাছে হস্তান্তর করা হয়। জেলা কারাগার সূত্র থেকে জানা যায়, গেল বছরের ১৮ই অক্টোবর বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ আহরণের অপরাধে ৪৮ জন এবং 22 নভেম্বর ১৬ জন ভারতীয় জেলেকে আটক করে কোস্টগার্ড ও নৌ বাহিনী।

তাদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আহরণ আইনে মামলা দায়ের করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদের বাগেরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়। পরে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল আজাদ তাদের মুক্তির আদেশ দেন।

বাগেরহাট জেলা কারাগারের সুপার শংকর কুমার মজুমদার বলেন, আদালতের জামিন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিতে ভারতীয় ৬৪ জন জেলেকে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড মোংলা জোনের এক কর্মকর্তা জানান, কারা কর্তৃপক্ষ ভারতীয় জেলেদের আমাদের কাছে হস্তান্তর করেছে। পরবর্তী নির্দেশনা পেলে তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ