গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরতা হামলা যেন থামছেই না। গত ২ দিনে তাদের নারকীয় তান্ডবে ১৫০ জন মারা গেছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। এ নিয়ে প্রায় ১৫ মাস ধরে চালানো ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা সাড়ে ৪৫ হাজার ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ।
শুক্রবার গাজাতে ইসরায়েলের বিমান হামলায় ৭৩ জন মারা গেছে। বৃহস্পতিবার মারা যায় ৭৭ জন। এই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। কারণ বহু মানুষ হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পরে আছে।
গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা করে আসছে ইসরায়েল। তাদের হামলায় এই পর্যন্ত সাড়ে ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখের বেশি মানুষ।