বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

লো স্কোরিং ম্যাচে চাপে ভারত

প্রতিনিধির / ২৭ বার
আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

সিডনি টেস্টে সবেমাত্র পেরিয়েছে দুই দিন। দু’দলের লো স্কোরিং প্রথম ইনিংসের পর দ্বিতীয় দিনের শেষ সেশন যেন নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বোল্যান্ডের পেস ঝলকে ৬ উইকেট হারিয়ে ১৪১ রানের পুঁজি সফরকারীদের। বোল্যান্ড একাই নিয়েছেন ৪ উইকেট।

লাবুশানেকে সাথে নিয়ে দিনের শুরুটা করেন অজি ওপেনার কনস্টাস। আগের টেস্টে অভিষেকে ফিফটি তুলে নেয়া কনস্টাসকে ফেরান সিরাজ। ব্যক্তিগত ২৩ রানে জয়সওয়ালের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। লাবুশানের ব্যাটও হাসেনি এদিন। মাত্র ২ রানেই বুমরাহর বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিওনের পথে হাঁটা ধরেন অস্ট্রেলিয়ার নাম্বার তিন।

লাঞ্চের পর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। পায়ে গুরুতর চোট পাওয়ায় হাসপাতালে পর্যন্ত নিতে হয় তাকে। নেতৃত্বের ভার আসে ভিরাট কোহলির কাঁধে।

অজি ইনিংসে সর্বোচ্চ ৫৭ রান আসে অভিষিক্ত ওয়েবস্টারের ব্যাটে। বাকিদের ভেতর স্টিভেন স্মিথ ৩৩ ও অ্যালেক্স ক্যারি করেন ২১ রান। দলের ছয় ব্যাটার এক অঙ্কের রানে আউট হলে ১৮১ রান শেষ হয় স্বাগতিকদের প্রথম ইনিংস।

ভারতের পক্ষে ৩টি করে উইকেট তুলে নেন সিরাজ ও কৃষ্ণা। ২টি করে উইকেট পান জাসপ্রিত বুমরাহ ও নিতিশ রেড্ডি। প্রথম ইনিংসে ৪ রানের লিড পায় ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ