শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

স্ত্রীকে জবাই করে পালিয়েছে স্বামী

প্রতিনিধির / ৪০ বার
আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

পটুয়াখালীতে নুরজাহান বেগম নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে সময় নূর মোহাম্মদ হাওলাদার। সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার দিবাগত রাত ৩ টার দিকে আউলিয়াপুর বলাইকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূর জাহান বেগমের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহত নুর জাহান বেগমের পুত্রবধূ রো‌জি আক্তার ও নুপুর আক্তার জানায়, দ্বিতীয় বি‌য়ে করা নি‌য়ে শ্বশুর নুর মোহাম্মদ ও শাশুড়ি নুর জাহান বেগমে ম‌ধ্যে বি‌রোধ চল‌ছিল। ঘটনার দিন রা‌তে শ্বশুর নুর মোহাম্মদ দ্বি‌তীয় বিয়ে করার জন‌্য স্ত্রীকে তালাক দেয়ার জন‌্য চাপ প্রয়োগ ক‌রে। এ নি‌য়ে দু’জনের ম‌ধ্যে বেশ ঝগড়া হয়। প‌রে তাদের মধ‌্যস্থতায় শাশুড়ির কাছে ক্ষমা চায় শ্বশুর। এরপর সবাই ঘু‌মি‌য়ে পড়লে রাত ৩টার দি‌কে স্ত্রীকে জবাই ক‌রে পা‌লি‌য়ে যান তিনি।

পটুয়াখালী সদর থানার অফিসার জানায়, এই ঘটনায় নিহত নুরজাহানের স্বামী নূর মোহাম্মদকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।এদিকে, এ ঘটনার সুষ্ঠু ‌বিচার দাবি ক‌রেছ স্থানীয়রা ও নিহতের স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ