শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

অপহরণের দুইদিন পর উদ্ধার বাউফলের ব্যবসায়ী

প্রতিনিধির / ২৮ বার
আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

অপহরণের প্রায় ৫০ ঘন্টা পরে উদ্ধার করা হয়েছে পটুয়াখালীর বাউফলার ব্যবসায়ী শিবানন্দ রায় বণিক ওরফে শিবু বণিক কে। উদ্ধারের পরে তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রবিবার রাত আনুমানিক ১২ টার দিকে উপজেলার কচুয়া গ্রাম থেকে উদ্ধার করা হয় তাকে। শুক্রবার কালাইয়া বন্দরের মার্চেন্ট প্রক্রিয়া এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান জনপ্রিয় ভান্ডারে কাজ করছিলেন শিবু বণিক।

এসময় তার দুই কর্মচারী সংকর এবং তাপসও সাথে ছিলেন। রাত আনুমানিক সোয়া ১০টার দিকে হঠাৎ ৭-৮ জনের ডাকাত দল সেখানে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে। লুট করে দোকানের প্রায় সাড়ে সাত লাখ টাকা। এরপরে ব্যবসায়ী শিবানন্দকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়।

এদিকে ব্যবসায়ীকে অপহর প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গাজী সালাহ্ উদ্দিনের বিরুদ্ধে। এ অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মঞ্জুর মোর্শেদ আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ